
বাসাইল সংবাদ: সোমবার, ০১ জানুয়ারি, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
নববর্ষের প্রথম দিনেই সারা দেশের প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এই বই পেয়ে নেচে গেয়ে উল্লাস প্রকাশ করছেন তারা। সোমবার (০১ জানুয়ারি) সারাদেশের ন্যার টাঙ্গাইলের বাসাইলেও বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের উদ্বোধন করা হয়।

বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের কাছে থেকে নতুন বই নিচ্ছেন এক শিক্ষার্থী
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, রাশেদা সুলতানা রুবি, মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার আকলিমা চৌধুরী প্রমুখ।

বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের কাছে থেকে নতুন বই নিচ্ছেন এক শিক্ষার্থী
এদিকে উপজেলার কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমল মতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক মেম্বার নজরুল ইসলাম, সিঙ্গাপুর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহমেদ রাসেল,

কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
অভিভাবক সদস্য বানিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম সাদেক হোসেন, বাসাইলসংবাদ টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক এনায়েত করিম বিজয় প্রমুখ। এছাড়া উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজ নিজ উদ্যোগে বই বিতরণ কর্মসূচি চলছে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন