
বাসাইলসংবাদ: বুধবার, ১৪ মার্চ, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
‘দেখতে দেখতে নয় বছর, আন্দোলন হবে কোন বছর?’ গত নয় বছরে নয় মিনিটও আন্দোলনে নামতে পারেনি বিএনপি। কারণ জনগণ বিএনপির ডাকে সাড়া দেয়নি। বিএনপির আত্মঘাতী, সাম্প্রদায়িকতা ও নেতিবাচক রাজনীতির কারণে তারা নিজেরাই দেউলিয়া হয়েছে। আওয়ামীলীগ বিএনপিকে দেউলিয়া করেনি। বিএনপি নেত্রী দুর্নীতির দায়ে দণ্ডিত হয়েছেন। অথচ বিএনপি বলছে, আওয়ামীলীগ তাকে জেলে পাঠিয়েছে। বুধবার (১৪ মার্চ) দুপুরে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে বিএনপিকে ইঙ্গিত করে বলেন, আসুন শক্তি পরীক্ষা করুন। মানুষ পুড়িয়ে মারা দলকে এদেশের জনগণ ক্ষমতায় চায় না। বিএনপি কার্যক্রম প্রমান করেছে এরাই জঙ্গিবাদের পৃষ্ঠপোষক।
টাঙ্গাইল পৌর স্মৃতি উদ্যানে আয়োজিত কর্মী সভায় কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, কর্মীরা বাঁচলে আওয়ামীলীগ বাঁচবে। কারণ কর্মীরা আওয়ামী লীগের প্রাণ। কর্মীদের ত্যাগ তিতিক্ষার বদৌলতেই দল শক্তিশালী অবস্থানে রয়েছে। যে কোনভাবে দলের নেতাকর্মীদের ঐক্য থাকতে হবে। নেতাকর্মীরা ঐক্য থাকলে কোন নির্বাচনেই আওয়ামীলীগকে পরাজিত করা যাবে না।
আওয়ামীলীগকে আরো শক্তিশালী করতে হলে ঘরে ঘরে গিয়ে নারী ও তরুণ ভোটারদের সদস্য সংগ্রহ করতে হবে। নারী ও তরুণ ভোটাররাই আগামী নির্বাচনে আওয়ামীলীগের বিজয়ের হাতিয়ার হবে।
মনোনয়নের ব্যপারে বিভ্রান্তি না ছড়ানোর আহবান জানিয়ে তিনি বলেন, মনোনয়নের ব্যপারে এখনো দলীয়ভাবে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। ব্যানার,বিলবোড ও পোস্টার লাগালেই মনোনয়ন পাওয়া যায় না।
কর্মী সংগ্রহে সতর্ক করতে গিয়ে বলেন, চিহ্ণিত সন্ত্রাসী, চাঁদাবাজী, মাদকাশক্ত ও স্বাধীনতা বিরোধীরা আওয়ামীলীগের সদস্য হতে পারবে না। নেতা বা এমপি বানানো এমনকি দল ভারি করার জন্য এদের প্রয়োজন নেই। দলের স্বচ্ছতার জন্য চাই ভদ্র লোক।
দলের অবস্থা বোঝাতে তিনি বলেন, দলে অতিথি পাখিদের কোন স্থান নেই। দু:সময়ে হাজার পাওয়ার বাতি দিয়েও এদেরকে খুঁজে পাওয়া যাবে না। দু:সময়ের কর্মীরাই বঙ্গবন্ধুর খাঁটি কর্মী। এদের কোনঠাসা করবেন না।
নেতাকর্মীদের সতর্ক করে বলেন, আদর্শ নিয়ে চলবেন। ক্ষমতা চিরকাল থাকে না। এই সময় সময় না আরো সময় আছে। ক্ষমতার অপব্যবহার করলে দু:সময়ে দল দুর্বল হয়ে যায়।
কমিটির বিষয়ে বলেন, পকেট কমিটি দিয়ে দল শক্তিশালী করা যায় না। সত্যিকারের ত্যাগি নেতাকর্মীদের নিয়ে কমিটি করার আহবান জানান তিনি।
ঈদের পূর্বেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৫০ কিলোমিটার চার লেন সম্পন্ন করার আশ্বাস দেন। এসময় তিনি বলেন, ৬০টি কালভাট, ২৬টি মধ্যে ২৪টি ব্রিজের কাজ সম্পন্ন ও তিনটি ফ্লাইওভারের ৭০ভাগ কাজ সম্পন্ন হয়েছে। ঈদের আগে এ সড়ক যানজট মুক্ত থাকবে। আগামী নির্বাচনের আগে টাঙ্গাইলে শতভাগ বিদ্যুতায়নেরও আশ্বান দেন তিনি।
নেপালে বিমান দুর্ঘটনায় ২৬ বাংলাদেশী নিহতের ঘটনায় দু:খ ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।
জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি, যুগ্ম- সাধারণ সম্পাদক ডা. দীপু মণি এমপি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম এমপি, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য আলহাজ ছানোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।
জেলা ও উপজেলার নেতা কর্মীদের উপস্থিতিতে কর্মী সভা জনসভায় পরিণত হয়। এসময় পৌর উদ্যান কানায় কানায় ভরে যায়।
বাসাইলসংবাদ/একে