
বাসাইলসংবাদ: রবিবার, ০১ এপ্রিল, ২০১৮:

সখীপুর : আওয়ামী লীগ যতই লাফালাফি করুক নিরপেক্ষ ভোট হলে সারাদেশে ২০ টির বেশি আসন পাবে না। আর যদি চুরি করে ১৪ সালের মতো ক্ষমতায় যায় তাহলে ৫ মাসের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। শনিবার (৩১ মার্চ) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতালীগ আয়োজিত বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম এসব কথা বলেন। তিনি আরও বলেন- খালেদা জিয়া চুরি করে নাই। রাজনৈতিক কারনে খালেদা জিয়া বাইরে থাকলে সরকারের অসুবিধা তাই তাকে জেলে রাখা হয়েছে। আমি যদি হাকিম হতাম তবে খালেদা জিয়াকে যে মুহুর্তে জেলে নেওয়া হয়েছে সেই মুহুর্তে তাকে ডিভিশন দিতাম। তিনি জিয়াউর রহমানের স্ত্রী, একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি কেন ডিভিশন পাবেন না তাঁর জন্য কেন ডিভিশন চাইতে হবে। তিনি যতদিন বেঁচে থাকবেন জেলে থাকলে ডিভিশন পাবেন বাইরে থাকলে সম্মান পাবেন।
সমাবেশে বহেড়াতৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি আফাজ উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতিক, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক মীর জুলফিকার শামীম, কেন্দ্রিয় যুব আন্দোলনের সভাপতি হাবীবুন্নবী সোহেল প্রমুখ।
বাসাইলসংবাদ/একে