নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল সাহিত্য সংসদ পুরস্কার প্রদান এবং স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) দিনব্যাপী টাঙ্গাইল সাহিত্য সংসদের আয়োজনে ও বুরো বাংলাদেশের সহযোগিতায় সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। এতে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা।
জেলা প্রশাসক ড. মো. আতাউল গণির সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল সাহিত্য সংসদের উপদেষ্টা জাকিয়া পারভীন প্রমুখ।
টাঙ্গাইল সহিত্য সংসদ পুরস্কার পেয়েছেন কবি ফেরদৌস সালাম, কবি জাহিদ মুস্তাফা। এছাড়া তরুণ লেখক পুরস্কার পেয়েছেন নাট্যকার তৌফিক আহমেদ, শিশু সাহিত্যিক কাশীনাথ মজুমদার পিংকু, প্রাবন্ধিক আলী রেজা ও কথা সাহিত্যিক রুদ্র মোস্তফা।
বাসাইলসংবাদ/ ০৮ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন