

বাসাইল সংবাদ: রোববার, ২৮ জানুয়ারি, ২০১৮:
নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলে জামা উড়িয়ে ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা। তখন সকাল ৯টা ২০ মিনিট। বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতীর চরভাবলা এলাকার ৬ নাম্বার ব্রিজের কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে রেললাইনের উপর। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। আর এ বিষয়টি তাৎক্ষণিক ভাবে দেখতে পায় বঙ্গবন্ধু সেতুতে কর্মরত পেট্রোলম্যান খন্দকার মাসুদ।
এদিকে দ্রুত গতিতে ট্রেনটি দুর্ঘটনা কবলিত ট্রাকের কাছাকাছি চলে আসছিলো। নানা ভাবে ইশারা করে ট্রেনটি থামানোর চেষ্টা করছিলো মাসুদ। এতে কাজ না হওয়ায় নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করে নিজের পরিহিত জামা খুলে তা উড়িয়ে ট্রেনের চালকের দৃষ্টি আর্কষণ করে সে। পরে চালকের দৃষ্টি আকর্ষিত হলে ট্রেন থামিয়ে দেয় চালক। মাসুদের বুদ্ধিমত্তায় দুর্ঘটনা কবলিত ট্রাকের সাথে ট্রেনের সংঘর্ষের হাত থেকে রক্ষা পায়।
স্থানীয়রা জানান, ট্রাকটি দুর্ঘটনায় কবলিত হয়ে ট্রেন লাইনের উপর উঠে যায়। এসময় ট্রেন দ্রুত বঙ্গবন্ধুসেতুপূর্ব দিকে যাচ্ছিল। এসময় সেতুতে কমর্রত পেট্রোলম্যান মাসুদ এগিয়ে এসে পরিহিত গায়ের জামা খুলে ট্রেন থামান।
দুর্ঘটনার হাত থেকে বাঁচানো বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোলে কমর্রত পেট্রোলম্যান খন্দকার মাসুদ জানান, সকালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের উপর উঠে যায়। এসময় ধুমকেতু এক্সপ্রেস ট্রেন একই রেললাইনে দিয়ে আসছে। এসময় নানা ভাবে ইশারা করে ট্রেন থামানোর ইশারা করি। তাতে কাজ না হওয়ায় গায়ের জামা খুলে ট্রেন চালকের দৃষ্টি আকর্ষণ করি। পরে চালক ট্রেন থামিয়ে দেয়। আধাঘন্টা পর দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হলে পুণরায় ট্রেনটি উত্তরবঙ্গের দিকে চলে যায়।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা অফিসার ইনচার্জ আছাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন