
বাসাইলসংবাদ: সোমবার, ১৮ জুন, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের মির্জাপুরে ঈদের আনন্দ উপভোগ করার জন্য বেড়াতে গিয়ে দুই স্কুলছাত্রী ইভটিজিংয়ের শিকার হয়েছেন। এঘটনায় প্রতিবাদ করতে গেলে ওই স্কুলছাত্রীদের বড় ভাই কলেজছাত্র ইমনকে পিটিয়ে গুরুতর আহত করেছে ১০/১২জন বখাটে। ঈদের দ্বিতীয় দিন রবিবার (১৭ জুন) বিকেলে উপজেলার মহেড়া রেল লাইন এলাকায় এ ঘটনা ঘটে।
ওই স্কুলছাত্রীর পরিবার ও জিডি সূত্রে জানা যায়, উপজেলার জামুর্কী এলাকার ৬ষ্ঠ শ্রেণী ও নবম শ্রেণীতে পড়ুয়া দুই বোন এবং বিবাহিত এক খালাত বোন ও দুই শিশুকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার জন্য মহেড়া জমিদার বাড়িসহ কয়েকটি এলাকা ঘুরে মহেড়া রেল লাইন এলাকায় পৌঁছালে ১০/১২জন বখাটে তাদের পথরোধ করে।
পরে বখাটেরা ওই স্কুলছাত্রীদের সাথে ছবি তুলতে চাইলে তারা বাধা দেয়। এসময় ওই বখাটেরা জোরপূর্বক তাদের জড়িয়ে ধরে ছবি তুলে। বিষয়টি তাৎক্ষণিক ওই স্কুলছাত্রীর ভাই কলেজছাত্র ইমনকে ফোনে জানালে তিনি ঘটনাস্থলে এসে প্রতিবাদ করলে বখাটেরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। ইমনের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা ইমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ইমন এখনও ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ইভটিজিংয়ের শিকার ওই ছাত্রীরা জানায়, ‘হঠাৎ করেই ওই বখাটেরা আমাদের গতিরোধ করে। এসময় ওরা আমাদের জড়িয়ে ধরে জোরপূর্বক মোবাইল ফোনে ছবি তুলে। বড় ভাই ইমন প্রতিবাদ করলে তাকেও মারপিট করা হয়। আমরা এর আগে ওদের কখনও দেখিনি। তারা বখাটের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।’
ইভটিজিংয়ের শিকার ওই ছাত্রীদের পরিবার জানান, এঘটনায় দেলদুয়ার উপজেলার ডুবাইল দক্ষিণপাড়া গ্রামের রাশেদসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১২জনের বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, ‘মাঝে মধ্যেই রেল লাইন এলাকায় মেয়েরা বখাটেদের ইভটিজিংয়ের শিকার হন। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান তারা।’
এদিকে ইভটিজিংয়ের শিকার ওই ছাত্রীর কয়েকজন আত্মীয় ‘টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপ’ নামের একটি ফেসবুক গ্রুপে বিষয়টি নিয়ে স্ট্যাটাস দেয়ার পর থেকে ফেসবুকে তোলপাড় সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক বলেন, এঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
উল্লেখ্য, এর আগে গত ১০ জুন টাঙ্গাইল ক্যাপসুল মার্কেটের সামনে কয়েকজন ছাত্রী ইভটিজিংয়ের শিকার হন। এঘটনায় ডিবি পুলিশ চার বখাটেকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।
বাসাইলসংবাদ/একে