
বাসাইল সংবাদ: সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
নদী-চর, খাল বিল, গজারির বন নিয়ে টাঙ্গাইল বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা। এই ঐতিহ্য দেশবাসী এবং বিশ্বের কাছে তুলে ধরতে ‘চলো ঘুরি বাংলাদেশ’ স্লোগান নিয়ে টাঙ্গাইলের একদল তরুণ মোটরসাইকেলযোগে সমগ্র বাংলাদেশ ভ্রমণের কর্মসূচি হাতে নিয়েছে।
এই দলটি ৬৪ জেলার প্রধান প্রধান স্থানে টাঙ্গাইলের ইতিহাস-ঐতিহ্য এবং সম্ভাবনাময় পর্যটক স্পর্টের বর্ণানা তুলে ধরার পাশাপাশি জাতীয় সচেতনমূলক প্রচারণা চালাবে। এ জন্য আগামী ডিসেম্বরের মাসের শেষ সপ্তাহে যেকোন একটি জেলা থেকে তারা যাত্রা শুরু করবেন।
শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল শহরের স্যান্ডি রেষ্টুরেন্টে এক আলোচনা সভার তাদের এই পরিকল্পনার কথা তুলে ধরা হয়। আলোচনা সভায় তমাল বিহরি, আজাদ খান, প্রিন্স ও রঞ্জিত পাল বক্তব্য রাখেন।
এ সময় বক্তরা ভ্রমণের মাধ্যমে টাঙ্গাইলের ইতিহাস-ঐতিহ্য এবং সম্ভাবনাময় পর্যটক স্পর্টের বর্ণানা তুলে ধরার জন্য বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণের কথা জানান। এটি বাস্তবায়নের একটি কমিটি গঠন করা হয়।
আগামী ১৬ ডিসেম্বরের টাঙ্গাইলের স্টেডিয়াম থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে যাত্রা শুরু করবেন বলে সম্ভাব্য তারিখ ঠিক করা হয়। পুনরায় তারা টাঙ্গাইল এসে তাদের ভ্রমণ শেষ করবেন।
‘চলো ঘুরি বাংলাদেশ’র উদ্যোক্তা এসএম রনি বাসাইলসংবাদ’কে বলেন, ‘আমি প্রায় এক মাস আগে একটি ভ্রমণকাহিনীর গল্প পড়ি। তখন আমি চিন্তা করি দেশের ৬৪টি জেলায় ভ্রমণের মাধ্যমে কিভাবে টাঙ্গাইল জেলার বিভিন্ন ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা যায়। সে লক্ষ্যে আমি কাজ শুরু করি। এই ধারাবাহিকতায় আমি বিভিন্নভাবে টাঙ্গাইলের তরুণ সমাজসহ বিভিন্ন পেশার লোকদেরকে একত্রিত করার চেষ্টা করি।’
তিনি আরো বলেন, ‘আমাদের এ লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাকে আহবায়ক করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি বিভিন্ন ধরনের কাজ করবে। এ ব্যাপারে পুলিশ প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।’
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন