
বাসাইল সংবাদ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭:

সখীপুর : কাদের সিদ্দিকী বর্তমান নির্বাচন কমিশনারের সমালোচনা করে বলেন, জিয়াউর রহমানকে বহুদলী গণতন্ত্রের প্রবক্তা বলায় নির্বাচন কমিশনার নির্বোধের প্রমাণ দিয়েছেন।
এদিকে ১২ নভেম্বর রাজধানীর সোহ্রাওয়ার্দী উদ্দানে বিএনপি সমাবেশ পন্ড করতে ঢাকায় যানবাহন প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছিল। আগের রাতে বিএনপি’র শত শত নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। সমাবেশের খবর সকল টেলিভিশনে প্রচার-প্রচারণা বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপরেও বিএনপি’র সমাবেশে যে পরিমাণ লোক হয়েছিল তা আওয়ামী লীগ আরো ১শ’ বছর চেষ্টা করলেও বিএনপি’র অর্ধেকও সমাবেশ করতে পারবে না।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলা ডাকবাঙলো চত্তরে স্থানীয় কৃষক শ্রমিক জনতালীগ আয়োজিত “ভোট ডাকাতি দিবস” পালন উপলক্ষে সমাবেশে কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ৫ জানুয়ারির মতো এ দেশে আবার নির্বাচন হলে শেখ হাসিনাকে সবাই মহিলা সৈরাচারী শাসক বলবে কিন্তু আমি তা হতে দেব না। আমি আওয়ামী লীগের রাজনীতি করি না বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। যে রাজনীতি করলে শেখ হাসিনার বদনাম হয় আমি সে রাজনীতিও করি না।
সমাবেশে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীর প্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাসমত আলী নেতা, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীম, কেন্দ্রিয় যুব আন্দোলনের আহবায়ক হাবিবুন-নবী-সোহেল প্রমুখ।
প্রসঙ্গত: ১৯৯৯ সালের ১৫ নভেম্বর টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে অনুষ্ঠিত উপ নির্বাচনে গণমানুষের ভোটের অধিকার হরণের প্রতিবাদে কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিবছর ১৫ নভেম্বর ভোট ডাকাতি দিবস হিসেবে পালন করে আসছেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন