
বাসাইলসংবাদ: শনিবার, ১৭ মার্চ, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের মির্জাপুরে সাপ্তাহিক বারবেলা পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত শনিবার (১০ মার্চ) বিকেলে স্থানীয় প্রেসক্লাব হলরুমে চন্দ্রবিন্দু-বারবেলা-দৈনিক নিউজ গুণীজন সম্মাননা-২০১৮ প্রদান করা হয়। পাচঁটি বিভাগে সমাজের কৃতিমান পাচঁজনকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন ।
অনুষ্ঠানের উদ্ভোধক ছিলেন মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একেএম মিজানুল হক।
অনুষ্ঠানে সভাপত্বিত করেন ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণীজন সম্মাননা উদযাপন কমিটির সভাপতি ও মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণীজন সম্মাননা উদযাপন কমিটির সদস্য সচিব ও দৈনিক নিউজ ডট কম, সাপ্তাহিক বারবেলা ও মাসিক চন্দ্রবিন্দু’র সম্পাদক ও প্রকাশক মো. হোসনি জুবাইরি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক সমকাল প্রতিনিধি দূর্লভ বিশ্বাস, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি নিরঞ্জন পাল, সাপ্তাহিক বারবেলার নির্বাহী আশরাফ আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক (মরনোত্তর) প্রদান করা হয় শ্রী বিবেকানন্দ চক্রবর্তীকে। তিনি মির্জাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। সম্পাদনা ও প্রকাশনায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদকে। তিনি দৈনিক মজলুমের কন্ঠর সম্পাদক ও প্রকাশক।
সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক (মরনোত্তর) দানবীর রণদা প্রসাদ সাহাকে প্রদান করা হয়। তিনি কুমুদিনী হাসপাতাল ও কুমুদিনী স্কুল সহ বেশ কয়েকটি স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন।
বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক (মরনোত্তর) প্রদান করা হয় স্বর্গীয় শ্রী দুঃখীরাম রাজবংশীকে। তিনি নরদানা বরাটি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। সাহিত্য ও সাংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক চিত্রশিল্পী খন্দকার হুমায়ুন কবীরকে প্রদান করা হয়।
বাসাইলসংবাদ/একে