নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা প্রধান গেট ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেছেন। এ সময় হলগুলো খুলে দেওয়ার জন্য বিক্ষোভ করেন তারা। এই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) বিকাল ৪টার দিকে টাঙ্গাইল শহর ও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বিক্ষোভ সমাবেশ শেষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ক্যাম্পাসের প্রধান গেটে তালা থাকায় তারা ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। পরে গেটের সামনেই শিক্ষার্থীরা বিভিন্ন লেখাসংবলিত প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন।
একপর্যায়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল গেট ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে শিক্ষার্থীদের হলের তালা খুলে দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দুই ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকরাও আন্দোলনে অংশ নেন।
এদিকে, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও হঠাৎ করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করায় উত্তাপ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসের ভেতরেই শিক্ষার্থীদের আন্দোলন করতে দেখা গেছে।
এর আগে, শুক্রবার (২ আগস্ট) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭২ জন শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের হলগুলোর তালা দুই ঘণ্টার মধ্যে খুলে দিতে হবে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবি পূরণ করতে হবে।
এ বিষয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. ফরহাদ হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই বিষয়ে মোবাইলে কোনও মন্তব্য করবো না।’
বাসাইলসংবাদ, ০৩ আগস্ট, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন