
বাসাইল সংবাদ: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলার ৫নং কাশিল ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সোমবার(৩১ অক্টোবর) অনুষ্ঠিত হবে। ভোট যুদ্ধে কে পাবেন এ ইউনিয়নের দায়িত্ব এনিয়ে চলছে নানা কল্পনা জল্পনা।
নির্বাচনকে সামনে রেখে হাট-বাজার চায়ের দোকান, স্কুল-কলেজ,মাদ্রাসাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চলছে নানা আলোচনা-সমালোচনা। কাক-ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ভোটারদের কাছে টানতে বিরতিহীন প্রচারণা চালিয়ে যাচ্ছে প্রার্থীরা । ব্যানার, পোস্টার লিফলেটে ছেয়ে গেছে গোটা ইউনিয়নের রাস্তা-ঘাট, হোটেল, রেস্তোরা, দোকানপাট ও রাস্তার মোড়সহ বিভিন্ন স্পট। প্রার্থী ও সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন । সেই সাথে সমানতালে চলছে মাইকিং প্রচার। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উৎসবের আমেজে ভোট যুদ্ধে অবতীর্ণ হলেও পরিস্থিতি বিবেচনায় অধিকাংশ ভোটারই নিরবতা পালন করছে। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯জন, সংরক্ষিত (মহিলা ) সদস্য ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন প্রার্থীসহ মোট ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচনী এলাকার ভোটাররা জানান, আওয়ামীলীগ মনোনীত বাসাইল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মির্জা রাজিক (নৌকা) ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রমজান মিয়া (ধানেরশীষ) এরা দুজনেই শক্তিশালী দল এবং এদের মধ্যেই ভোটের লড়াই হবে হাড্ডাহাড্ডী। আবার অনেক ভোটারের ধারনা এদের হাড্ডাহাড্ডী লড়াইয়ে ফাঁয়দা লুটতে পারে তরুন সমাজ সেবক স্বতন্ত্র প্রার্থী শামীম মাহমুদ ( ঘোড়া)। পিছিয়ে নেই জাকির হোসেনও (মোটরসাইকেল)।
অন্যান্য প্রার্থীরাও সমানতালে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এরা হলেন সাইফুল ইসলাম চৌধুরী (আনারস), আলাল উদ্দিন (টেলিফোন), দেওয়ান শহীদুল ইসলাম তৌহিদুল (রজনীগন্ধা), মোঃ বারিকুল ইসলাম (টেবিল ফ্যান) ও খন্দকার লুৎফর রহমান (চশমা)। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় এ ইউনিয়নে ১০হাজার ১শ ৮৮ জন পুরুষ ও ১১হাজার ৪ জন নারীসহ মোট ২১ হাজার ১’শ ৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
বাসাইল সংবাদ/একে