
বাসাইলসংবাদ: শুক্রবার, ২৯ জুন, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল শনিবার (৩০ জুন) টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচন। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে করার লক্ষে নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শুক্রবার (২৯ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে বাসাইল উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী সামগ্রী বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
নির্বাচনে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তায় সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে পৌঁছে গেছে মালামাল।
নির্বাচনে মেয়র পদে ৩ জন , সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্থানীয় নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ নির্বাচনে ১০টি কেন্দ্রের মধ্যেই ৪টি কেন্দ্রকে শুরুত্বপূর্ণ (ঝুকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুকিপূর্ণ কেন্দ্রগুলো হলোÑ বাসাইল উত্তরপাড়া মনিরুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, বালিনা খোরশেদ ফজিলাতুন দাখিল মাদ্রাসা, বাসাইল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাক্ষণপাড়িল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাসাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজ।
অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষে নির্বাচনী এলাকায় বিভিন্ন ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং কেন্দ্র সমূহের নিরাপত্তা বিধানের লক্ষে পর্যাপ্ত তদারকি কর্মকর্তা ছাড়াও প্রতিটি কেন্দ্রে ২২ জন করে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য নিয়োগ দেয়া হয়েছে। এ ছাড়াও ৫টি মোবাইল টিম, নির্বাহী ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৪টি স্টাইকিং টিম ও সাদা পোশাকধারী ফোর্স সার্বণিক দায়িত্ব পালন করবেন।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ‘কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী মালামাল পৌঁছে গেছে। আশা করছি বিগত বছরের মতো এবারের নির্বাচনও সুষ্ঠু এবং অবাধ হবে।’
উল্লেখ্য, এ নির্বাচনে ১০টি কেন্দ্রে ৮ হাজার ৪৭৫ জন নারী, ৭ হাজার ৯২৫জন পুরুষসহ মোট ভোটার ১৬ হাজার ৪০০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
বাসাইলসংবাদ/একে