
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ০৫ এপ্রিল, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
হত্যা মামলার আসামী তানভির ইসলাম আবির নামের এক এইচএসসি পরীক্ষার্থী কারাগারে বসেই পরীক্ষা দিয়েছে। বৃহস্পতিবার (৫ এপ্রিল) টাঙ্গাইল জেলা কারাগারে আবির ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অংশগ্রহণ করে। বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আবির বাসাইল উপজেলার বর্ণি কিশোরী গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। গত ২৫ ফেব্রুয়ারি উপজেলা কাশিল ইউনিয়নের নাকাছিম গ্রামের আলম বেগ হত্যা মামলার ১০ নাম্বর আসামী। ঘটনার পর পরই ওইদিন আবির গ্রেফতার হয়।
জানা যায়, আবির বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজ থেকে ২০১৭ সালে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়। পরে ২০১৮ সালে শুধু মাত্র ইংরেজি পরীক্ষা দেবার জন্য পূণরায় বোর্ডে রেজিষ্ট্রেশন করে। যার রোল-৩৬৫৩৭৯ এবং রেজিষ্ট্রেশন নম্বর ১২১০৭৪২৪৬৯। আবিরের পরীক্ষায় অংশ গ্রহণের জন্য তার পরিবার টাঙ্গাইল জেলা দায়রা জজ আদালতে আবেদন করে। আদালত তাকে পরীক্ষায় অংশ গ্রহণের জন্য অনুমতি দেন। জেলা কারাগারে পাবলিক পরীক্ষা বিধির সকল আইন মেনে আবিরের ইংরেজি প্রথমপত্র পরীক্ষা গ্রহণ করা হয়।
পরীক্ষা পর্যবেক্ষক ভজন কুমার বিশ্বাস বলেন, সকল আইন মেনে এবং নিরাপত্তার মধ্যদিয়েই আবিরের পরীক্ষা নেওয়া হয়। আগামী ৭ এপ্রিল ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা নেওয়া হবে।
বাসাইলসংবাদ/একে