
বাসাইল সংবাদ : সোমবার, ০৪ সেপ্টেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গু জ্বরে আক্রান্ত কৃষকশ্রমিক জনতালীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমকে দেখতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান বাসাইল-সখীপুরের এমপি অনুপম শাহজাহান জয় ।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যান অনুপম শাহজাহান জয়। হাসপাতালে ভিআইপি কেবিনে চিকিৎসা নিচ্ছেন কাদের সিদ্দিকী।
এ সময় অনুপম শাহজাহান জয় কাদের সিদ্দিকীর পাশে বসে তার চিকিৎসার খোঁজখবর নেন। দেখতে আসায় অনুপম শাহজাহান জয়ের প্রতি কৃতজ্ঞতা জানান কাদের সিদ্দিকী। পরে আশু রোগমুক্তি কামনা করে অনুপম শাহজাহান জয় হাসপাতাল ত্যাগ করেন।
কাদের সিদ্দিকীর পরিবার সুত্রে জানা যায়, শনিবার কাদের সিদ্দিকী ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে টাঙ্গাইল জোনারেল হাসপাতালে ভর্তি হন। পরীক্ষার পর জানা যায় তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। পরে তার উন্নত চিকিৎসার জন্য রবিবার বিকেলে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন