
বাসাইল সংবাদ: বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে নব উদ্যোমে উৎসবমুখর পরিবেশে বাঙালি জাতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ নভেম্বর (বুধবার) সকালে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও বিভিন্ন জাতের গ্রাম্য পিঠা পার্বনের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে বিভিন্ন প্রকার নবান্নের পিঠা খাওয়ার পর্ব অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মিলিয়া শারমিন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল আহসান, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফারুক, বাসাইল প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কাশেম মিয়া প্রমুখ।
বাসাইল সংবাদ/একে