
বাসাইল সংবাদ: রোববার, ০৮ জানুয়ারি, ২০১৭:

বাসাইল সংবাদ ডেস্ক:
টাঙ্গাইলের ভূঞাপুরের সর্বপ্রথম অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “ইবরাহীম খাঁ’র ভূঞাপুর” ফেসবুক গ্রুপের উদ্যোগে গরীব ও দুঃস্থ-শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ই জানুয়ারী) উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে এ বস্ত্র বিতরণ করা হয়।
সরকারী অনুদান ছাড়া কেবল সাধারণ মানবদরদী ও হৃদয়বান কিছু মানুষ ও গ্রুপের এডমিনবৃন্দদের নিজস্ব অর্থায়নে এই শীতকালীন ইভেন্টের আয়োজন করেন অত্র গ্রুপের অ্যাডমিনবৃন্দ।
উপজেলার নদী ভাঙন কবলিত এলাকাসহ বিভিন্ন গ্রাম ঘুরে অসহায় গরীব ও দুঃস্থদের খোঁজ খবর নিয়ে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অত্র গ্রুপের অ্যাডমিন সাইমুর রাহাত রায়হান, মেহেদী হাসান পাপ্পু ও রাবু রুহী।
এ সময় গাবসারা ও গোবিন্দাসী ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ চলাকালীন উপস্থিত থেকে এডমিনদের সার্বিকভাবে সাহায্য করেন গোবিন্দাসী ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মোমিন তালুকদার।
অলোয়া ও নিকরাইল ইউনিয়নে কম্বল বিতরণ চলাকালীন সেখানে উপস্থিত থেকে অত্র কর্মসূচীতে সার্বিকভাবে সহযোগিতা করেন ওই এলাকার শ্রদ্ধেয় শিক্ষক নজরুল ইসলাম। এছাড়া শীতবস্ত্র বিতরণকালে স্বস্ব গ্রামের বিভিন্ন পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় তারা বলেন, বর্তমান সময়ে যুব সমাজের মধ্যে নৈতিক অবক্ষয়ের কারণে অন্যায়, অবিচার, বিশৃংখলা ও নেশায় যখন সমাজ ধ্বংশের পথে ঠিক এমন সময় “ইবরাহীম খাঁ’র ভূঞাপুর” গ্রুপের শীতবস্ত্র বিতরণ সত্যিই একটি মহৎ উদ্দ্যোগ। এরকম সমাজ সংস্কারমূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত রাখার আশা ব্যাক্ত করেন তারা।
এই ইভেন্টে যারা আর্থিক সাহায্য দিয়ে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অত্র গ্রুপের সিনিয়র অ্যাডমিন ও সাংবাদিক রবিউল ইসলাম বলেন, যারা আমাদের এই গ্রুপে আর্থিক সহযোগিতা করেছেন তাদের মত কিছু মহান মানুষের কারনেই আমরা সাহস পাই অসহায় মানুষের পাশে দাঁড়াতে। আসলে সকলের একান্ত প্রচেষ্টা ছাড়া কোন কিছুতেই উন্নয়ন করা সম্ভব নয়। উন্নয়ন করতে হলে সকলকে একতাবদ্ধভাবে কাজ করতে হবে।
মানব সেবায় নিয়োজিত ‘ইবরাহীম খাঁ’র ভূঞাপুর” গ্রুপ আগামীতেও তাদের এই কাজ অব্যহত রাখবে বলেও আশা ব্যক্ত করেন রবিউল।
বাসাইল সংবাদ/একে