
বাসাইলসংবাদ: শুক্রবার, ০৬ জুলাই, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
বিশ্বকাপের চলতি আসরের বেশ সমালোচিত ফুটবলার ব্রাজিল সুপারস্টার নেইমার। বিশ্বের সবচেয়ে দামি এই খেলোয়াড় যতটা না আলোচিত তার পারফরম্যান্স নিয়ে তারে চেয়ে বেশি আলোচিত তার অভিনয় নিয়ে। তবে সমালোচনায় জর্জরিত এই নেইমারকে অভিনেতা বলতে নারাজ বেলজিয়ামের স্ট্রাইকার রোমেলু লুকাকু। তার মতে নেইমার অভিনেতা নয় বরং আগামী দিনের বিশ্বসেরা ফুটবলার।
শুক্রবার রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পাঁচবারের বিশ্বসেরাদের মুখোমুখি হবে বেলজিয়াম। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নেইমারের অভিনয় নিয়ে লুকাকুকে প্রশ্ন করা হলে তিনি বলেন,‘না, আমার কাছে সে অভিনেতা নয়। তার বিপক্ষে খেলাটাই খুব কঠিন। আমি মতে, ভবিষ্যতে তিনিই বিশ্বের সেরা খেলোয়াড়। এই দ্বিতীয়বার আমি তার বিরুদ্ধে খেলতে যাচ্ছি।’
ব্রাজিল কঠিন দল হলেও তাদের বিপক্ষে চাপ সামলিয়ে সহজ খেলার বিষয়ে লুকাকু আরো যোগ করেন,‘আমরা সবসময়ই চাপ নিয়ে খেলি। সেটা যদি আমরা আন্ডারডগ হিসেবেও মাঠে নামি তখনও। কিন্তু দেশের জন্য আমরা নিজেদের সেটা দেবার চেষ্টায় থাকি।’
নেইমারের প্রশংসা করে বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ বলেন,‘ নেইমার অনেক দুর্দান্ত ফুটবলার। তাই আমাদেরও সচেতন থাকতে হবে, তাকে শান্ত রাখতে হবে।’
বাসাইলসংবাদ/একে