নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরে ভারতীয় চ্যানেল স্টার জলসা দেখতে না দেওয়ায় ভাইয়ের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে এক শিশু। গতকাল সোমবার রাতে লক্ষ্মীপুরের রায়পুর বামনী ইউনিয়ন পরিষদের কাজের দীঘিরপাড় এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত শিশুর নাম জান্নাত আক্তার প্রিমা (৯)। প্রিমা দীঘিরপাড় এলাকার শিপনের মেয়ে। সে কাজের দিঘিরপাড় আলিম মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল।
এ বিষয়ে স্বজনরা জানান, ছোট ভাই রিমোট নিয়ে টিভিতে কার্টুন দেখছিল। এ সময় বড় বোন প্রিমা স্টার জলসা দেখার জন্য রিমোট চায় ভাইয়ের কাছে। এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ছোট ভাই বড় বোন প্রিমার গালে থাপ্পড় মারে। এতে ক্ষিপ্ত হয়ে অভিমান করে প্রিমা তার কক্ষে গিয়ে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
কিছুক্ষণ পর জানালা দিয়ে বড় বোনকে ওড়নায় ঝুলতে দেখে চিৎকার দেয় ছোট ভাই। তাদের মা রান্না ঘর থেকে দৌড়ে এসে দরজা ভেঙে প্রিমাকে উদ্ধার করে রায়পুর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
সূত্র- দৈনিক আমাদের সময়
বাসাইলসংবাদ/ ২২ ডিসেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন