নিজস্ব প্রতিবেদক : কথাসাহিত্যে অসামান্য অবদান রাখায় ‘সাকসেস অ্যাওয়ার্ড’-২০২৩ পাচ্ছেন বাংলা ছোটগল্পের জাদুকর হিসেবে খ্যাত রাশেদ রহমান। ১২ জুলাই ২০২৩ বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ মিলনায়তনে ‘সাকসেস ফাউন্ডেশন’ আয়োজিত বর্ণাঢ্য এক অনুষ্ঠানে রাশেদ রহমানের হাতে এই পুরস্কার তুলে দেয়া হবে। অনুষ্ঠানে দুই বাংলার খ্যাতিমান কবি-সাহিত্যিক অনেকেই উপস্থিত থাকবেন।
গল্প, কবিতা, উপন্যাস লিখলেও রাশেদ রহমানের সাহিত্যচরচার মূলভূমি ছোটগল্প। ইতোপূর্বে ছোটগল্পের জন্য টাঙ্গাইল সাহিত্য সংসদ তরুণ লেখক পুরস্কার, শওকত ওসমান সাহিত্য পুরস্কার, পারাপার গল্পকার পুরস্কার, সব্যসাচী আবু কায়সার সাহিত্য পুরস্কার পেয়েছেন।
রাশেদ রহমানের প্রকাশিত গ্রন্থ- কাব্য ৩টি, ছোটগল্প ১৭টি, উপন্যাস ৩টি। কথাশিল্পী রাশেদ রহমানের জন্ম ৫ নভেম্বর ১৯৬৭, টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর গ্রামে।
বাসাইলসংবাদ, ১০ জুলাই, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন