নিউজ ডেস্ক : কাউকে কিছু না বলে গত ৮ বৃহস্পতিবার (অক্টোবর) সকাল ৯টার দিকে শাহিন মিয়া (২০), পিতা – মো. মিন্টু মিয়া, মাতা – শেফালী বেগম, গ্রাম-বোয়ালী মধ্যপাড়া, ডাকঘর-বোয়ালী, উপজেলা -সখীপুর, জেলা-টাঙ্গাইল-এর বাড়ি থেকে বোয়ালী বাজারে যাওয়ার কথা বলে আর বাড়িতে ফিরে আসেনি। হারিয়ে যাওয়ার সময় তার গায়ে ছিল কালো রঙের ছাপা শার্ট, পড়নে ছিল টাওজার।
এ ব্যাপারে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যদি কোন সুহৃদয়বান তার কোনও সন্ধ্যান পান তাহলে তাকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করুন। সন্ধ্যান পেলে তার বাবা মো. মিন্টু মিয়ার ০১৭২৭-৫৯৩৯৫৩ অথবা ০১৩১৪-৮০২৮৩৩ এই নম্বরে দ্রুত জানানোর অনুরোধ রইল।
বাসাইলসংবাদ/ ১৯ অক্টোবর, ২০২০ / বিজ্ঞাপন/ একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন