
বাসাইলসংবাদ: বুধবার, ১৩ জুন, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় পারভীন আক্তার (২৮) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুন) বিকেলে উপজেলার বড়চওনা-কালিহাতী সড়কের পলাশতলী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহিন আলী এ তথ্যটি নিশ্চিত করেছেন। পারভীন আক্তার উপজেলার বাঘেরবাড়ি এলাকার কদ্দুছ মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে পারভীন আক্তার স্বামীর বাড়ি কালিহাতী থেকে অটোরিকশা যোগে বাবার বাড়ি বাঘেরবাড়ি যাওয়ার পথে বড়চওনা-কালিহাতী সড়কের পলাশতলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এঘটনায় তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় এক শিশু গুরুতর আহত হয়। আহত অবস্থায় ওই শিশুটিকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে স্থানীয় জনতা ওই ঘাতক ট্রাক চালককে আটক করে এবং ট্রাকটি ভাংচুর করে।
ওসি এসএম তুহিন আলী বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
বাসাইলসংবাদ/একে