
বাসাইলসংবাদ: সোমবার, ২১ মে, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
এবার টাঙ্গাইলের সখীপুরে মৎস্যকন্যা জন্ম নিয়েছে। তবে জন্মের মাত্র আড়াই ঘন্টা পর ওই নবজাতক মৎস্যকন্যাটির মৃত্যু হয়।
‘মারমেইড সিনড্রোম’-এর শিকার ওই শিশুটি রোববার দিবাগত রাতে সখীপুরের স্থানীয় লাইফ কেয়ার ক্লিনিক এন্ড নার্সিংহোমে জন্মগ্রহণ করে।
শিশুটির মা উপজেলার বাঘেরবাড়ি গ্রামের কৃষক আনিছুর রহমানের স্ত্রী মর্জিনা আক্তার। ওই রাতেই শিশুটিকে দাফন করা হয়। মর্জিনা আক্তারের ছয় বছরের একটি মেয়ে রয়েছে বলে জানা গেছে।
সখীপুর লাইফ কেয়ার ক্লিনিক এন্ড নার্সিংহোমের চিকিৎসক আবদুস সাত্তার বলেন, ‘মারমেইড সিনড্রোম’ এ আক্রান্ত শিশুদের মূলত ‘মৎস্যকন্যা’ বলে অভিহিত করা হয়ে থাকে। এ সব শিশুর দুটি পা জোড়া লাগানো থাকে। ওই শিশুদের মাথা থেকে কোমর পর্যন্ত সাধারণ জন্ম নেয়ার শিশুর মতই থাকে। কিন্তু নিচের অংশ মাছের লেজের মত দেখায় বলে এধরণের শিশুকে মৎসকন্যা বলা হয়ে থাকে।
তিনি বলেন, এমন শিশুদের কোনো প্রজনন অঙ্গও থাকে না। ফলে তাদের লিঙ্গ চিহ্নিত করা সম্ভব হয় না। কম সংখ্যক এমন শিশু জন্মগ্রহণ হয়ে থাকে।
বাসাইলসংবাদ/একে