
বাসাইল সংবাদ : সোমবার, ০৯ অক্টোবর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের সখীপুরে বালতির পানিতে ডুবে অহি ইসলাম নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ( ৯ অক্টোবর) দুপুরে উপজেলার কালিয়া পাড়া ঘোনারচালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর বাবা আলমগীর হোসেন স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের গাড়ি চালক।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শিশুটির মা গোসল করার জন্য বাড়ির উঠানে পানি ভর্তি বালতিতে শিশুটিকে দাঁড় করিয়ে রেখে ঘরের ভেতরে যান। কিছুক্ষণ পরে শিশুটির মা এসে দেখে শিশুটি পানি ভর্তি বালতিতে ডুবে উল্টে আছে। শিশুটিকে বালতি থেকে উঠানোর পর দেখা যায় শিশুটির মৃত্যু হয়েছে।
শিশুটির বাবা আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন