
বাসাইল সংবাদ : সোমবার, ২৪ জুলাই, ২০১৭:

এম সাইফুল ইসলাম শাফলু, সখীপুর থেকে ॥
টাঙ্গাইলের সখীপুরে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ জুলাই) দুপুরে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে তিনদিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইউএনও মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, ভাইস চেয়ারম্যান ছবুর রেজা, তাহমিনা পারভীন মিনা, কৃষিবিদ আবু আদনান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.ওকিল উদ্দিন, কৃষি কর্মকর্তা ফায়জুল ইসলাম ভূইয়া, বণিক সমিতির সভাপতি তাহেরুল ইসলাম ইয়ারুম প্রমুখ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন