নিজম্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুর উপজেলা দলিল লেখক ও ষ্ট্যাম্প ভেন্টার কল্যাণ সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সাবরেজিস্ট্রি কার্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ১৭১ ভোটের ১৬৬ জন ভোটার সভাপতি-সম্পাদকসহ ৮টি পদে তাদের ভোটাধিবকার প্রয়োগ করেন।
![](/wp-content/uploads/2024/02/khan_clinic.jpg)
নির্বাচনে মোস্তফা কামাল আরিফ ৯৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। এর নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহাঙ্গীর আলম খান পেয়েছেন ৩৫ভোট। সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আশরাফ আলী নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আব্দুল লতিফ মিয়া মিন্টু ১২২ ভোট পেয়ে নির্বাচিত হন। এর নিকটতম প্রতিদ্বন্দ্বি ফজলুর রহমান পেয়েছেন ৪২ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে শহিদুর রহমান ৮৪ ভোট পেয়ে নির্বাচিত। এর নিকটতম প্রতিদ্বন্দ্বি আবদুল খালেক মিয়া পেয়েছেন ৭৯ ভোট।
কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ হুমায়ন কবির লিটন ৮৬ ভোট পেয়ে নির্বাচিত। এর নিকটতম প্রতিদ্বন্দ্বি তারিখ হোসেন খান পেয়েছেন ৮১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোশারফ হোসেন জাফর ৮৬ ভোট পেয়ে নির্বাচিত। এর নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহ আলম পেয়েছেন ৭৮ ভোট। ধর্মবিষয়ক সম্পাদক পদে শফিকুল ইসলাম ৮৩ ভোট পেয়ে নির্বাচিত। এর নিকটতম প্রতিদ্বন্দ্বি রফিকুল ইসলাম পেয়েছেন ৮১ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আবদুর রহিম ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বাসাইলসংবাদ, ১৮ নভেম্বর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন