নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে জেলা ছাত্রলীগ সদস্য এসএম জোবায়েরকে (২৮) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে উপজেলার বহুরিয়া ইউনিয়নের পূর্ব চতলবাইদ এলাকায় একটি গানের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। রাতেই গুরুতর আহত জোবায়েরকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় এখনও থানায় কোন অভিযোগ করা হয়নি বলে সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির জানান। আহত জোবায়ের উপজেলার কালমেঘা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ছানোয়ার হোসেনের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য।
জোবায়েরের বড় ভাই জাহিদ হোসেন বলেন, রবিবার বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল যোগে ইউনিয়নের চতলবাইদ গ্রামে একটি গানের অনুষ্ঠানে যান জোবায়ের। রাত সাড়ে নয়টার দিকে ওই অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ২০ থেকে ২৫ জন তরুণ তাদের গতিরোধ করে দা, রড নিয়ে জোবায়েরের ওপর হামলা চালায়। দায়ের কোঁপে জোবায়েরের ডান হাতের কবজি প্রায়ই বিচ্ছিন্ন হয়ে পড়ে। তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে জোবায়েরকে গুরুতর আহত অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাসাইলসংবাদ/ ২৯ মার্চ , ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন