
আসাদুল ইসলাম প্লাবন :

আর কতো ?
আর কতো পড়ে-পড়ে মার খাবে বলো ?
জেগে ওঠো এবার প্রচন্ড ভাবে, আঘাতের বিপরীতে হানো পাল্টা-আঘাত !
বুঝেছি, আমাকে চিনতে পারোনি বোধহয় …
আমি প্রমিথিউস নই , কিংবা স্বর্গ থেকে আসা অন্য-কোন দেব-দূত নই l আমি ঝোড়ো-কালবৈশাখীর মতো এসেছি ভেঙে দিতে অন্যায়ের বাঁধ, আমি গায়েবি সাইরেন !
মধ্য-দুপুরে মাথার ওপরে জ্বলতে থাকা গণ-গণে সূর্য ! আমি নটরাজ এসেছি অস্থির বিশ্ব-টাকে বদলে দিতে ! এসো পতাকা- তলে নির্যাতিত মনুষ্য-প্রজাতি, চূর্ণ করে দাও যতো-সব সাহেবি মসনদ !
কেউ সাত-তলায়, আর কেউ গাছ-তলায়… মেনে নেবোনা আমরা কিছুতেই !
অন্যায়ে নিমগ্ন রাঘব-বোয়ালদের খুঁজে বের করবো আমরা, তারপর মুন্ডু-পাত করবো উন্মুক্ত ময়দানে !
ছিনিয়ে আনবো সুখ আর সাম্যের চাবি সমাজপতির কোমর থেকে ! শুরু হোক চূড়ান্ত ন্যায়-যুদ্ধ, ইস্রাফিলের শিঙ্গায় ফুঁক দিয়ে রাজপথে নেমে এসো ডাস্টবিনে উচ্ছিষ্ট খুঁজে ফেরা নিরন্নের দল …
কূল-হারা কলঙ্কিনী নির্যাতিতা নারীর দল কাল-নাগিনী হও, সমূলে গিলে খাও অত্যাচারী পুরুষের গৌরব দণ্ড ! অযাচিত যুদ্ধ-বাজের কালো-হাত গুড়িয়ে দাও ভয়ংকর ক্ষেপণাস্ত্রে !
ধর্ম কে ঢাল বানিয়ে বিভেদ সৃষ্টির অপ-কৌশলীরা পালানোর পথ পাবেনা গণ-মানুষের প্রচন্ড আক্রোশে !
সুদ-খোর আর ঘুষ-খোরের পরিত্যাক্ত দেহ মিশিয়ে দেবো রাজপথে পিচ আর কংক্রিটের সাথে !
সেই দিন দূরে নয়, কেয়ামতের আগেই আরেকটা কেয়ামত চাই !
মাতৃ-দেবী ধরণীর বুকে রোপিত হবে সু-শীতল বোধি-বৃক্ষ !
বুদ্ধ-দেবের মতো কোরাস গাইবো সেদিন, ওম শান্তি ! ওম শান্তি ! ওম শান্তি !
প্রিয় পাঠক, আপনিও “গল্প ও কবিতা” পাতায় আপনার লেখা পাঠাতে পারেন। লেখা পাঠাতে যোগাযোগ করুন-০১৭৪৯ ৮০৯০০৩