নিউজ ডেস্ক : রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪৯ মিনিটে এই ভূমিকম্প সৃষ্টি হয়।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫। কেন্দ্র ছিল আসাম মেঘালয় রিজিওন। ভূমিকম্পের উৎস ছিল ঢাকা থেকে ২২৮ কিলোমিটার উত্তর-পূর্বে।
ফায়ার ব্রিগেডের জনসংযোগ কর্মকর্তা মো. শাহজালাল সিকদার জানান, ভূমিকম্পের পর দেশের কোথাও ক্ষয়ক্ষতির কোনও খবর আমাদের কাছে আসেনি।
বাসাইলসংবাদ, ১৪ আগস্ট, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন