নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে মেয়ের শ্বশুরবাড়িতে হাসান ওরফে হাসু মিয়া (৬২) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ মার্চ) সকাল ৮টা দিকে উপজেলার ভাওয়া ইউনিয়নের সরিষাদাইড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাসু মিয়া মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী উত্তরপাড়া গ্রামের মোকছেদ মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী রাবেয়া বেগম বলেন, মেয়ের জামাই প্রবাসে থাকায় তার পরিবারের লোকজন আমার মেয়ের প্রতি দীর্ঘদিন ধরে অত্যাচার করে আসছিল। বিষয়টি নিয়ে থানায় তাদের বিরুদ্ধে অভিযোগও দিয়েছি। তার শ^শুরবাড়ির লোকজন বৃহস্পতিবার আমার মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ঘরের সামনে টিনের বেড়া দিয়ে আটকিয়ে দেয়। শুক্রবার সকালে বিষয়টি সমাধানের জন্য মেয়ের শ্বশুরবাড়ি যাই। এরপর সেখানে সমাধানের চেষ্টা করলে মেয়ের দেবর সজল, সজলের স্ত্রী শান্তা, সজলের বোন নিলুফা আমাদের ওপর হামলা চালায়। একপর্যায়ের সজল লাঠি দিয়ে আমার স্বামীকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন বলেন, ‘নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। এখনও মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা গহণ করা হবে। নিহতের শরীরে প্রাথমিকভাবে আঘাতের কোনও চিহৃ পাওয়া যায়নি।
বাসাইলসংবাদ, ০১ এপ্রিল, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন