নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে পিকআপভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার তেলিপাড়া এলাকায় গোড়াই-সখীপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার গায়রাবেতিল গ্রামের ইউসুফ মিয়ার ছেলে লুৎফর রহমান ওরফে মইজুদ্দিন (৪০), তেলিপাড়ার তারা মিয়ার স্ত্রী রহিমা বেগম (৪৫), নগর ভাতগ্রামের বিদ্যুৎ মিয়ার ছেলে আকাশ মিয়া (৩০) এবং নয়াপাড়ার সমেজ মিয়ার ছেলে নাজমুল ইসলাম (৩৪)।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন কবীর জানান, উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া এলাকায় পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। তাদের দুজন পুরুষ ও একজন নারী। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়েছে।
মির্জাপুর থানার ওসি জানান, ঘাতক পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বাসাইলসংবাদ, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন