
বাসাইল সংবাদ: শুক্রবার, ১২ জানুয়ারি, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন বাসাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। তিনি বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে পৌরসভার ১, ২,৭ ও ৯নং ওয়ার্ডের প্রায় ৫ শতাধিক হত-দরিদ্র শীতার্ত পৌরবাসীর মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল রহমান শহিদ, সমাজ সেবক আব্দুল হামিদ, আনোয়ার হোসেন, ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মনিরুজ্জামান মনির বাসাইলসংবাদকে বলেন বাসাইল পৌরবাসীর সুখ দুঃখের সাথী হয়ে তাদের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দলীয় সকল কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছি। যে কোন আন্দোলনে নিজের জীবন বাজি রেখে নিঃস্বার্থভাবে দলের কাজ করে যাচ্ছি। আমি আশা করি আমার এক্টিভিটিস বিবেচনা করে দল আমাকে মনোনয়ন দিবে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন