নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইলের বাসাইল পৌর শাখার সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে বাসাইল নতুন স্ট্যান্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল সদর পূর্ব শাখার আমীর অধ্যাপক ইকবাল হোসেন বাদল, বাসাইল উপজেলা শাখার আমীর আফজাল হোসেন, সেক্রেটারী মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের বাসাইল পৌর শাখার আমীর ফরিদ হোসাইন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন দলের বাসাইল উপজেলা শাখার কর্ম পরিষদ সদস্য ও ওলামা বিভাগের উপজেলার শাখার সভাপতি শহিদুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বাসাইলসংবাদ, ১৫ অক্টোবর, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন