
বাসাইলসংবাদ: বুধবার, ২৩ মে, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
মাদকবিরোধী অভিযান চালিয়ে টাঙ্গাইলের বাসাইলে বাবুল মিয়া (৪৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। বাবুল মিয়া উপজেলার ফুলকী ইউনিয়নের জশিহাটী গ্রামের আবুল হোসেনের ছেলে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জশিহাটী এলাকা থেকে তাকে ৬’শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
বাসাইলসংবাদ/একে