
বাসাইল সংবাদ : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে উপজেলা পরিষদ ও প্রশাসন তিন দিন ব্যাপী “নারী ও শিশু উন্নয়ন এবং বাল্যবিবাহ রোধ বিষয়ক প্রশিক্ষণ” এর আয়োজন করেছে।
বুধবার (১৬ আগষ্ট) দিনব্যাপী প্রশিক্ষনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়মা আত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুনের সঞ্চালনায় প্রশিক্ষনের শুরুতে বাল্যবিবাহের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন বাসাইল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবী, ফুলকী ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল, জাইকা প্রতিনিধি রফিকুল ইসলাম, বাসাইল প্রেসক্লাবের সম্পাদক এমকে ভুইয়া সোহেল প্রমুখ।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) অর্থায়নে আয়োজিত তিনদিন ব্যাপী কর্মশালার প্রথম দিনে উপজেলার ফুলকী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, ইউপি সদস্য, মহিলা ইউপি সদস্যা, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও ছাত্রছাত্রী, পরিবার পরিকল্পনা কর্মি, মুসলিম নিকাহ রেজিষ্টার (কাজী), মসজিদের ইমাম, এনজিও মহিলা কর্মি, কমিউনিটি হেল্থ কেয়ার প্রতিনিধি ও মহিলা অবিভাবককে প্রশিক্ষন দেয়া হয়।
আয়োজকরা জানান, ১৭ আগষ্ট কাঞ্চনপুর এবং ২০ আগষ্ট কাশিল ইউনিয়নেও এ সকল প্রতিনিধিদের প্রশিক্ষন দেয়া হবে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন