
বাসাইল সংবাদ: সোমবার, ০৯ জানুয়ারি, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
“উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র, শেখ হাসিনার দর্শন সব মানুষের উন্নয়ন” এ প্রতিপাদ্য সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে সোমবার (৯ জানুয়ারী) ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।
এ উপলক্ষ্যে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিকেলে স্থানীয় শহিদ মিনার চত্তরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল আহসান,
পৌর মেয়র মজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ, বাসাইল জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল প্রমুখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্থানীয় শহিদ মিনার চত্তরে আয়োজিত মেলায় ৪১টি স্টল স্থান পেয়েছে। এ মেলা আগামী ১১ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন মেলায় সরকারের উন্নয়ন নিয়ে বিভিন্ন কর্মকান্ড প্রদর্শন করা হবে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন