
বাসাইল সংবাদ: মঙ্গলবার, ০৯ জানুয়ারি, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
পেশাগত দায়িত্বে বিশেষ অবদানের জন্য উপজেলা পর্যায়ে টাঙ্গাইলের বাসাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুনুর রশিদকে শ্রেষ্ঠ উপজেলা কর্মকর্তা নির্বাচিত করা হয়।
গত ৫ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ঢাকার আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। সমাজসেবা অধিদপ্তরের মহা পরিচালক ও অতিরিক্ত সচিব রুপন কান্তি শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
এছাড়াও উপজেলা পর্যায়ে এ অবদানের জন্য দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায় দ্বিতীয় ও জামালপুরের ইসলামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মির্জা নিজুয়ারা তৃতীয় স্থান অধিকার করেন।

পুরস্কার গ্রহণ করছেন হারুনুর রশিদ
উল্লেখ্য, দেশের সকল উপজেলা সমাজসেবা কর্মকর্তাদের দায়িত্ব, কর্মকান্ডসহ সার্বিক বিয়য়ে পর্যবেক্ষণ করে এ পুরস্কার প্রদান করা হয়।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন