
বাসাইল সংবাদ : রোববার, ১৩ আগস্ট, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
সড়ক দূর্ঘটনা রোধকল্পে সিএনজি এবং মিনিবাস চালকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি করণ সংক্রান্ত দুইদিন ব্যাপী প্রক্ষিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ১৩ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র উদ্যোগে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)র সহায়তায় আয়োজিত প্রশিক্ষণে দুইটি ব্যাচে ৭৪ জন চালক অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি,
উপজেলা প্রকৌশলী আব্দুস ছাত্তার, স্থানীয় সরকার মন্ত্রণালয় ইউজিডিপি’র উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) মোহাম্মদ রফিকুল ইসলাম, টাঙ্গাইল জেলা অটোরিকশা অটোটেম্পো শ্রমীক ইউনিয়নের উপজেলার শাখার সভাপতি আবুল হাশেম খান, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ভুইয়া, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, সম্পাদক এমকে ভুইয়া সোহেল প্রমুখ। এর আগে গত ৯ আগস্ট প্রথম ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন