
বাসাইল সংবাদ: শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার কামুটিয়া গ্রামের শাজাহান তালুকদারের ছেলে আবু সাঈদ তালুকদার (৪৫)।
জানা যায়, ৫ লাখ টাকার চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবু সাঈদ তালুকদারকে গোপন সংবাদের ভিত্তিতে বাসাইল থানার এসআই আসিফ উল আহমেদ ও এএসআই মো. শাহীন আলম শনিবার (২৯ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে বাথুলীসাদী বাজার থেকে আটক করে।
এ ব্যাপারে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে বিকেলে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন