
বাসাইল সংবাদ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬:

নিজস্ব প্রতিবেদক:
বাসাইলে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে ১৮ অক্টোবর সকালে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিশু সমাবেশ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সনদপত্র বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল আহসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি একে আজাদ শানশুর, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার আব্দুল জলিল মিয়া, সাধারণ কেয়ার টেকার আব্দুল ইয়াছিন আলী খান প্রমুখ।
এদিকে উপজেলা বঙ্গবন্ধু জয় বাংলালীগের স্থানীয় কার্যালয়ে কেক কেটে দিবসটি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বঙ্গবন্ধু জয় বাংলালীগের সহ-সভাপতি মোঃ মোস্তফা খান রাজিব।
বাসাইল সংবাদ/একে