
বাসাইল সংবাদ: বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কতৃক ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ (এনএইচডি) প্রকল্পের ২য় ফেইজের আওতায় অনুষ্ঠিতব্য শুমারী কার্যক্রম বাস্তবায়নের লক্ষে মাঠ পর্যায়ে স্থায়ী উপজেলা শুমারী/জরিপ কমিটির সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না’র সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আসিফ ইকবাল, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন অর রশিদ প্রমুখ।
জানা যায়, আগামী ১৪ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বাসাইল পৌরসভাসহ উপজেলার সকল ইউনিয়নে একযোগে শুমারী কার্যক্রম চলবে। এ জন্য ৩৭জন সুপারভাইজার ও ২০৩জন মাঠ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে খানা ও জনসংখ্যা জরিপ কার্যক্রম চালাবে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন