
বাসাইল সংবাদ : মঙ্গলবার, ০৩ অক্টোবর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল শাখার শহীদ ক্যাডেট একাডেমিক স্কুলের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল শাখার পরিচালক ও উপজেলা কৃষকশ্রমিক জনতালীগের সভাপতি রাহাত হাসান টিপু।
প্রধান শিক্ষক জাহাঙ্গীর বিন জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, সাবেক সভাপতি এম শহীদুল ইসলাম, পূর্ব পৌলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন, বাসাইলসংবাদ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক এনায়েত করিম বিজয়, কাউলজানী ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি আব্দুল কদ্দুছ প্রমুখ। এ বছর এ স্কুল থেকে ৪৯ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন