
বাসাইলসংবাদ: সোমবার, ২৬ মার্চ, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের বাসাইলে ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ ও শহিদদের রুহের মাগফেরাত কামনা ও উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত শহিদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার, কাব-স্কাউটস, স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস-ইন-স্কাউটসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সালাম গ্রহণ এবং কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন, শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৬মার্চ) দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আসাদুল হক তালুকদার,
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস,
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউছার চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুর রহিম আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম প্রমুখ।
বাসাইলসংবাদ/একে