টাঙ্গাইলের বাসাইলে ‘মা ক্লিনিক এন্ড হসপিটাল’-এ জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে নিয়োগ দেওয়া হবে। দুইটি পদে তিনজনকে নিয়োগ দিবে হসপিটাল কর্তৃপক্ষ। ১। মেডিক্যাল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফী) একজন।
২। নার্সিং বিভাগে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিপ্লোমা পাস দুইজন নার্স। (প্রতিটি পদে বেতন আলোচনা সাপেক্ষে) আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ জানুুয়ারি বিকাল ৫টার মধ্যে মা ক্লিনিক এন্ড হসপিটালের চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে। ঠিকানা: বাসাইল প্লাজা, উপজেলা রোড, বাসাইল, টাঙ্গাইল। প্রয়োজনে: মোবাইল- ০১৭১১২২৬৬৫৪ অথবা ০১৭১৬৭৬৩১৮৮।
