
বাসাইলসংবাদ: বুধবার, ২১ মার্চ, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাদল রহমান (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে এক বছর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২১ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহার স্বপ্না এ দণ্ডাদেশ দেন। দণ্ডাদেশপ্রাপ্ত বাদল উপজেলার বাঐখোলা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
বাসাইল থানার উপ-পরিদর্শক আইয়ুব খান বলেন, বাদলের বিরুদ্ধে বাসাইল থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে অভিযান চালিয়ে ১০ পুড়িয়া গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এক বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বাসাইলসংবাদ/একে