
বাসাইল সংবাদ: বুধবার, ৩১ জানুয়ারি, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অ্যাড ইমগ্রুভড মাইগ্রেশন গভার্নেন্স ব্যাক মাইগ্রেশন প্রোগামের আওতায় টাঙ্গাইলের বাসাইলে ‘অভিবাসনে সুশাসন নিশ্চিতকরণ ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) উপজেলা মিলনায়তনে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, রাশেদা সুলতানা রুবি,
ব্র্যাকের জেলা প্রতিনিধি মুনীর হুসাইন খান, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ প্রমুখ। কর্মশালায় বিদেশ ফেরত উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৫০জন লোক অংশগ্রহণ করে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন