
বাসাইল সংবাদ: বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬:

নিজস্ব প্রতিবেদক:
বার্ষিক উন্নয়ন কর্মসূচীর অর্থায়নে উপজেলা পর্যায়ে বাল্য বিবাহ নিরোধ কল্পে টাঙ্গাইলের বাসাইলে কাজী ও ইমামদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর (বুধবার) উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মিলিয়া শারমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল আহসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন প্রমুখ।
বাসাইল সংবাদ/একে