
বাসাইলসংবাদ: শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের মতো টাঙ্গাইলে বাসাইলেও বর্ণীল আযোজনে বাংলা নতুন বছর বরণ করে নেয়া হয়েছে। এ উপলক্ষে পান্তা উৎসব, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউছার আহমেদ, জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুর রহিম আহমেদ প্রমুখ।
বাসাইলসংবাদ/একে