
বাসাইল সংবাদ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক
সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলেও উৎসবমুখর পরিবেশে ও বর্ণীল আয়োজনে পালিত হয়েছে বাঙালী সংস্কৃতির ধারক ও বাহক ১লা বৈশাখ “বাংলা নববর্ষ ”।
উপজেলা আঙিনাসহ রাস্তাগুলো চারু ও কারু শিল্পীদের তুলির আঁচড়ে ফুটে উঠে বাঙালীর বিভিন্ন ঐতিহ্যের কারুকার্য। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, মরিচ-পান্তায় আপ্যায়ন, বিশেষ আকর্ষণ আবহমান বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়মা আক্তার দিবসটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সার্বক্ষণিক তদারকী করেন। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী অলিদ ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাফিসা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, রাশেদা সুলতানা রুবি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ, বাসাইল জোবেদা রোবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমিন সুলতানা, কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ, কাশিল ইউপি চেয়ারম্যান মির্জা রাজিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়াও উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন স্পটে বসছে বৈশাখী মেলা।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন