
বাসাইল সংবাদ : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে বন্যার্তদের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও বাংলাদেশ তাঁত বোর্ডের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম আসাদুল হক তালুকদার ত্রাণ বিতরণ করেছেন।
গত ১ সেপ্টেম্বর দিনব্যাপী তিনি ফুলকি ইউনিয়নের ঝনঝনিয়া, বাসাইল সদর ইউনিয়নের মিরিকপুর এবং হাবলা ইউনিয়নের ভৈরপাড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এসময় তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বানভাসি মানুষের দূর্ভোগ কমাতে পাশে দাঁড়িয়েছি।
উল্লেখ্য, ষাটের দশকের তুখোড় ছাত্রনেতা বর্তমানে বাসাইল উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার এ কে এম আসাদুল হক তালুকদার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন