
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে গত ১৪ জুন উপজেলা জামায়াতে ইসলামী প্রার্থীদের নাম ঘোষণা করেন।

জানা গেছে, আগামী বাসাইল পৌরসভা নির্বাচনে উপজেলা জামায়াতে ইসলামীর আমির আফজাল হোসেনকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনিত করা হয়েছে। আর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনিত প্রার্থীরা হলেন- ফুলকি ইউনিয়নে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আমিনুল ইসলাম খান, কাউলজানী ইউনিয়নে উপজেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ফরিদ হোসাইন, কাঞ্চনপুর ইউনিয়নে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইব্রাহিম আবরার, হাবলা ইউনিয়নে উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুল্ল্যাহ, বাসাইল সদর ইউনিয়নে বাসাইল সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আমিনুল ইসলাম। তবে কাশিল ইউনিয়নে প্রার্থীর নাম এখনও ঘোষণা করা হয়নি।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির আফজাল হোসেন সোমবার (১৬ জুন) বিকেলে এতথ্যটি নিশ্চিত করে বলেন, ‘পৌরসভায় মেয়র পদে ও পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। আর কাশিল ইউনিয়নে প্রার্থীর নাম এখনও চূড়ান্ত করা হয়নি। খুব দ্রুতই এ ইউনিয়নে প্রার্থী চূড়ান্ত করা হবে।’
বাসাইলসংবাদ, ১৬ জুন, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন